ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ , ০৮:৪৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

আগামী কয়েকদিন দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।এ সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে। বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়া শনিবার(১৩ এপ্রিল) গরম বেড়ে তাপপ্রবাহের আওতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, শনিবার(১৩ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অঅরও বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার তাপমাত্রা কিছুটা বেড়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |